সূরা কারিয়াহ বাংলা অর্থ সহ | Surah Qariyah with Bengali meaning

সূরা কারিয়াহ বাংলা অর্থ, সূরা কারিয়াহ বাংলা অনুবাদ, সূরা কারিয়াহ বাংলা উচ্চারণ সহ, সূরা আল কারিয়াহ বাংলা উচ্চারণ, সূরা কারিয়াহ, সূরা আল কারিয়াহ

প্রিয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু আশা করছি আপনারা সকল ভালো আছেন আপনাদের জন্য আজকে সাইটে সূরা কারিয়া বাংলা অনুবাদ সমূহ নিয়ে এসেছি, এবং আমরাও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয়  ভাই ও বোনেরা আজ আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম সূরা কারিয়াহ বাংলা অর্থ, সূরা কারিয়াহ বাংলা অনুবাদ, সূরা কারিয়াহ বাংলা উচ্চারণ সহ, সূরা আল কারিয়াহ বাংলা উচ্চারণ, সূরা কারিয়াহ, সূরা আল কারিয়াহআশা করি সম্পূর্ণ পোস্টটি ধৈর্য সহকারে পড়বেন।

সূরা কারিয়াহ 

সূরা কারিয়া আল ক্বারিআহ পবিত্র কুরানের ১০১ তম সূরা। সূরাটির আয়াত সংখ্যা ১১ টি সূরাটি মক্কায় অবতীর্ণ হয় বলে এটি মাক্কী সূরায় অন্তর্ভুক্ত ʼʼ। সূরাটি মুসলিম উম্মাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারন এ সূরায় মহান আল্লাহ কিয়ামত ও আখেরাতের কথা বলেছেন। ক্বারিআহ শব্দের অর্থ হলো “কারাঘাতকারী”। এ সূরার শুরুতে মানুষকে এক মহা  দুর্ঘটনার কথা  বলে সতর্কতা করা হয়েছে। আর এ মহা দুর্ঘটনা হলো “কিয়ামত”। এ সূরার শেষ আয়াতগুলোতে আল্লাহ মানুষদের ভালো ও খারাপ কাজের হিসাব নেওয়ার কথা বলেছেন। যাদের ভালো কাজের পাল্লা হবে ভারী তারা হবে  “জান্নাতবাসী” আর যাদের খারাপ কাজের পাল্লা হবে ভারী তাদের  হবে “জাহান্নমি”।

সূরা কারিয়াহ বাংলা অর্থ | সূরা কারিয়াহ বাংলা অনুবাদ | সূরা কারিয়াহ বাংলা উচ্চারণ সহ 

 بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[1]  القارِعَةُ
[1] আল্ক্ব-রি‘আতু
[1] করাঘাতকারী,
[2]  مَا القارِعَةُ
[2] মাল্ক্ব-রি‘আহ্।
[2] করাঘাতকারী কি?
[3]  وَما أَدرىٰكَ مَا القارِعَةُ
[3] অমা য় আদ্র-কা মাল্ক্ব-রি‘আহ্।
[3] করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
 
[4]  يَومَ يَكونُ النّاسُ كَالفَراشِ المَبثوثِ
[4] ইয়াওমা ইয়াকূনুন্না-সু কাল্ফার শিল্ মাব্ছূছি।
[4] যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
[5]  وَتَكونُ الجِبالُ كَالعِهنِ المَنفوشِ
[5] অতাকূনুল্ জ্বিবা-লু কাল্ ই’হ্নিল্ মান্ফূশ্।
[5] এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
[6]  فَأَمّا مَن ثَقُلَت مَوٰزينُهُ
[6] ফাআম্মা-মান্ ছাকুলাত্ মাওয়া-যীনুহূ।
[6] অতএব যার পাল্লা ভারী হবে,
[7]  فَهُوَ فى عيشَةٍ راضِيَةٍ
[7] ফাহুওয়া ফী ঈ’শার্তি রা-দ্বিয়াহ্
[7] সে সুখীজীবন যাপন করবে।
[8]  وَأَمّا مَن خَفَّت مَوٰزينُهُ
[8] অআম্মা- মান্ খাফ্ফাত্ মাওয়া-যীনুহূ।
[8] আর যার পাল্লা হালকা হবে,
 
[9]  فَأُمُّهُ هاوِيَةٌ
[9] ফাউম্মুহূ হা-ওয়িয়াহ্।
[9] তার ঠিকানা হবে হাবিয়া।
 
[10]  وَما أَدرىٰكَ ما هِيَه
[10] অমা য় আদ্রা-কা মা-হিয়াহ্
[10] আপনি জানেন তা কি?
 
[11]  نارٌ حامِيَةٌ
[11] না-রুন্ হা-মিয়াহ্।
[11] প্রজ্জ্বলিত অগ্নি!
Tag: সূরা কারিয়াহ বাংলা অর্থ, সূরা কারিয়াহ বাংলা অনুবাদ, সূরা কারিয়াহ বাংলা উচ্চারণ সহ, সূরা আল কারিয়াহ বাংলা উচ্চারণ, সূরা কারিয়াহ, সূরা আল কারিয়াহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Back to top button
x

Adblock Detected

Please Deactivate your ads blocker then refresh again for this content. thanks