তুমি কি কেবলই ছবি লিরিক্স | Tumi Ki Kebali Chhabi Lyrics
তুমি কি কেবলই ছবি লিরিক্স, Tumi Ki Kebali Chhabi Lyrics, আশা করছি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের জন্য সাইটে নিয়ে আসলাম আপনার এখান থেকে দেখে নিতে পারেন |
|
- tumi কি কেবলই ছবি, শুধু পটে লিখা।
- ওই-jaa সুদূর নীহারিকা
- যারা kore আছে ভিড় আকাশের নীড়,
- oi যারা দিনরাত্রি
- আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা robi,
- tumi কি তাদের মতো সত্য নও।
- হায় ছবি, tumi শুধু ছবি॥
************************
- নয়নসমুখে তুমি naie,
- নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই- আজি tai
- শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় nil।
- amar নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
- nahie জানি, কেহ নাহি জানে-
- তব সুর বাজে মোর gaane,
- নও chobi, নও ছবি, নও শুধু ছবি॥
************************
Tag: তুমি কি কেবলই ছবি লিরিক্স , Tumi Ki Kebali Chhabi Lyrics