বিরহের উক্তি,বিরহের উক্তি স্ট্যাটাস,প্রেম ও বিরহের উক্তি,বিরহের উক্তি ছবি,মনীষীদের বিরহের উক্তি,বিরহের ছন্দ,বিরহের বাণী
,|প্রথমত আপনাদের সবাইকে সালাম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এখান থেকে দেখে নিতে পারেন বিরহের উক্তি স্ট্যাটাস |বিরহের উক্তি
- কৃষ্ণচূড়া ফোটেনি ডালে ডালে
- তবু আজ নাকি বসন্ত ,
- মাঝে মাঝে থেমে দেয় জীবন
- বেদনার নীল লাল হসন্ত্য ।
- বিরহ-গান গেয়ে যায় কোকিল
- ডালে ডালে কষ্ট বিমল ,
- আশার বসন্ত আসেনি ঐ মনে
- চলছে মনে শ্রাবণের ঢল ।
- মিলনের সুর ভেসে যায় অচিনে
- মেঘে মেঘে ওঠে প্রতিধ্বনি ,
- নয়নে ভেসে ওঠে তড়িৎ সিঁদুর
- ব্যঞ্জনা তার দু’কানে শুনি ।
- এলো না বসন্ত কৃষ্ণচূড়া নিয়ে
- বাজলো না মনে সুর ,
- কারো কারো জীবনে এ বসন্ত
- থেকে যায় অনেক দূর ।
- সন্ধ্যার আকাশে চাঁদ ওঠেনি,
- অন্ধকারে ঢেকে গেল রাজপথ-
- কোথায় তুমি হারিয়ে গেলে?
- খুঁজতে খুঁজতে গভীর হয় রাত।
- একবিন্দু ঘুমের তাড়নায় লিপ্ত নই-
- আঁধারে মোমাবাতি জ্বেলে
- চেয়েছি শিখার দিকে,
- সেখানেও অন্ধকার বাসা বেঁধেছে,
- করেছে অজানা বায়ু আঘাত।
- অনর্থক দেরি করিনি তো?
- দিনের আলো নিভে যেতেই তো
- বসেছি দেখার আশায়!
- তোমার অভিমান হয়েছে বুঝি?
- –সীমাহীন যন্ত্রনা বাসা বঁধে বুকে,
- কাঁদে দু’চোখ তোমায় না-দেখার বেদনায়।
Tag: বিরহের উক্তি,বিরহের উক্তি স্ট্যাটাস,প্রেম ও বিরহের উক্তি,বিরহের উক্তি ছবি,মনীষীদের বিরহের উক্তি,বিরহের ছন্দ,বিরহের বাণী