সুরা ইয়াসিন বাংলা | সূরা ইয়াসিন আরবি | সুরা ইয়াসিন এর ফজিলত | সূরা ইয়াসিন অডিও | সূরা ইয়াসিন PDF | সুরা ইয়াসিন download | Sura Yasin

সূরা ইয়াসিন বাংলা উচ্চারণ সহ pdf, সুরা ইয়াসিন বাংলা অনুবাদ সহ অডিও, সূরা ইয়াসিন বাংলা অনুবাদ সহ মন জুড়ানো তেলাওয়াত, সূরা ইয়াসিন আরবি ও বাংলা অনুবাদ,

সুরা ইয়াসিন বাংলা | সূরা ইয়াসিন আরবি | সুরা ইয়াসিন এর ফজিলত | সূরা ইয়াসিন অডিও | সূরা ইয়াসিন PDF | সুরা ইয়াসিন download এই বিষয়গুলো লিখে যারা অনলাইনে সার্চ করে আমাদের এই Bangla Image সাইটে আসছেন,আপনাদের সবাইকে ধন্যবাদ,আশা করি ভাল আছেন,আপনি চাইলে আমাদের আজকের এই পোষ্ট পড়ে সুরা ইয়াসিন বাংলা | সূরা ইয়াসিন আরবি | সুরা ইয়াসিন এর ফজিলত | সূরা ইয়াসিন অডিও | সূরা ইয়াসিন PDF | সুরা ইয়াসিন download সর্ম্পকে জানতে পারবে।

সুরা ইয়াসিন বাংলা

সুরা ইয়াসিন বাংলা আসালামু আলাইকুম আশা করি ভাল আছেন,আমাদের আজকের এই পোষ্ট পড়লে আপনি জানতে পারবেন সুরা ইয়াসিন বাংলা  আমাদের এই সাইটে আপনি সবসময় নির্ভূল ও সঠিক তথ্য পাবেন,বিস্তারিত নিচে দেখুন।

  •  يس-

  • ইয়া সীন্ 

  •  ইয়া সীন। 

  •  Ya Sin.

  • وَالْقُرْآنِ الْحَكِيمِ

  • অল্ ক্বর্ নিল্ হাকীম্।

  •  শপথ জ্ঞানগর্ভ কুরআনের।

  • By the Qur’an, full of Wisdom.

  • إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ

  • ইন্নাকা লামিনাল্ র্মুসালীন্।

  • তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত।

  • Thou art indeed one of the apostles,

  • عَلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ

  • আলাছিরত্বিম্ মুস্তাক্বীম্

  •  তুমি সরল পথে প্রতিষ্ঠিত।

  •  On a Straight Way.

  • تَنْزِيلَ الْعَزِيزِ الرَّحِيم

  • তান্যীলাল্ আযীর্যি রহীম্।

  • কুরআন অবতীর্ণ পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর নিকট হতে।

  • It is a Revelation sent down by (Him), the Exalted in Might, Most Merciful.

  • لِتُنْذِرَ قَوْمًا مَا أُنْذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ

  • লিতুন্যিরা ক্বওমাম্ মা য়উন্যিরা বায়ুহুম্ ফাহুম্ ফিলূন্

  • যাতে তুমি সতর্ক করতে পার এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, যার ফলে তারা গাফিল।

  • In order that thou mayest admonish a people, whose fathers had received no admonition, and who therefore remain heedless (of the Signs of Allah.

  • لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَىٰ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ

  • লাক্বাদ্ হাকক্বল্ ক্বওলু আলা আক্ছারিহিম্ ফাহুম্ লাইয়ুমিনূন্।

  • তাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হয়েছে; সুতরাং তারা ঈমান আনবেনা।

  • The Word is proved true against the greater part of them: for they do not believe.

  • إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُمْ مُقْمَحُونَ

  • ইন্নাজ্বাআল্নাফী নাক্বিহিম্ আগ্লালান্ ফাহিয়া ইলাল্ আয্ক্বানি ফাহুম্ মুকমাহূন্।

  • আমি তাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তারা উর্ধ্বমুখী হয়ে গেছে।

  • We have put yokes round their necks right up to their chins, so that their heads are forced up (and they cannot see).

  • وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ

  • অজ্বাআল্নামিম্ বাইনি আইদী হিম্ সাদ্দাঁও মিন্ খল্ফিহিম্ সাদ্দান্ ফায়াগ্শাইনাহুম ফাহুম্ লাইয়ুব্ছিরূন্।

  • আমি তাদের সম্মুখে প্রাচীর পশ্চাতে প্রাচীর স্থাপন করেছি এবং তাদেরকে আবৃত করেছি, ফলে তারা দেখতে পায়না।

  • And We have put a bar in front of them and a bar behind them, and further, We have covered them up; so that they cannot see.

  • وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنْذَرْتَهُمْ أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُونَ

  • অসাওয়ায়ুন্ আলাইহিম্ আর্ন্যাতাহুম্ আম্ লাম্ তুর্ন্যিহুম্ লাইয়ুমিনূন্।

  • তুমি তাদেরকে সতর্ক কর কিংবা না কর তাদের জন্য উভয়ই সমান; তারা ঈমান আনবেনা।

  • The same is it to them whether thou admonish them or thou do not admonish them: they will not believe.

  • إِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمَٰنَ بِالْغَيْبِ ۖ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ

  • ইন্নামাতুন্যিরু মানিত্তাবাআয্ যিকর অখশির্য়া রাহ্মানা বিল্গাইবি ফাবার্শ্শিহু বিমাগ্ফিরতিঁও অআজরিন্ কারীম্।

  • তুমি শুধু তাদেরকেই সতর্ক করতে পার যারা উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় রাহমানকে ভয় করে- অতএব তুমি তাদেরকে ক্ষমা মহা পুরস্কারের সংবাদ দাও।

  • Thou canst but admonish such a one as follows the Message and fears the (Lord) Most Gracious, unseen: give such a one, therefore, good tidings, of Forgiveness and a Reward most generous.

  • إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَىٰ وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ ۚ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ

  • ইন্নানাহ্নু নুহ্য়িল্ মাওতাঅনাক্তুবু মাক্বাদ্দামূ অআছারহুম্; অকুল্লা শাইয়িন্ আহ্ছোয়াইনাহু ফী ইমামিম্ মুবীন্।

  • আমিই মৃতকে করি জীবিত এবং লিখে রাখি যা তারা অগ্রে প্রেরণ করে এবং যা তারা পশ্চাতে রেখে যায়, আমি প্রত্যেক বিষয়কে স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি।

  • Verily We shall give life to the dead, and We record that which they send before and that which they leave behind, and of all things have We taken account in a clear Book (of evidence).

  • وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ

  • অদ্ব্রিব্ লাহুম্ মাছালান্ আছ্হাবাল্ র্ক্বইয়াহ্; ইয্ জ্বায়াহাল্ র্মুসালূন্।.

  • তাদের নিকট উপস্থিত কর এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত; তাদের নিকট এসেছিল রাসূলগণ।

  • Set forth to them, by way of a parable, the (story of) the Companions of the City. Behold!, there came apostles to it.

  • إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ

  • ইয্ র্আসালনা ইলাইহিমুছ্ নাইনি ফাকায্যাবূহুমাফাআয্যায্নাবিছালিছিন্ ফাক্বলূ ইন্না ইলাইকুম্ র্মুসালূন্।

  • যখন আমি তাদের নিকট পাঠিয়েছিলাম দুজন রাসূল, কিন্তু তারা তাদেরকে মিথ্যাবাদী বলল; তখন আমি তাদেরকে শক্তিশালী করেছিলাম তৃতীয় একজন দ্বারা এবং তারা বলেছিলঃ আমরাতো তোমাদের নিকট প্রেরিত হয়েছি।

  • When We (first) sent to them two apostles, they rejected them: But We strengthened them with a third: they said, “Truly, we have been sent on a mission to you.

  • قَالُوا مَا أَنْتُمْ إِلَّا بَشَرٌ مِثْلُنَا وَمَا أَنْزَلَ الرَّحْمَٰنُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا تَكْذِبُونَ

  • ক্বালূ মা আন্তুম ইল্লাবাশারুম্ মিছ্লুনাঅমা আন্যার্লা রহ্মানু মিন্ শাইয়িন্ ইন্ আন্তুম ইল্লাতাক্যিবূন্।

  • তারা বললঃ তোমরাতো আমাদের মত মানুষ, দয়াময় কিছুই অবতীর্ণ করেননি, তোমরা শুধু মিথ্যাই বলছ।

  • The (people) said: “Ye are only men like ourselves; and ((Allah)) Most Gracious sends no sort of revelation: ye do nothing but lie.”

সুরা ইয়াসিন download

সুরা ইয়াসিন download হ্যালো আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম সুরা ইয়াসিন download আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের এই পোষ্ট।আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

এখান থেকে ডাউনলোড করুন।


Tags: সূরা ইয়াসিন বাংলা উচ্চারণ সহ pdf, সুরা ইয়াসিন বাংলা অনুবাদ সহ অডিও, সূরা ইয়াসিন বাংলা অনুবাদ সহ মন জুড়ানো তেলাওয়াত, সূরা ইয়াসিন আরবি ও বাংলা অনুবাদ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *