প্রিয় পাঠকবৃন্দ বাংলা ইমেজ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।
আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আসলাম সেটি হচ্ছে পানিতে পুঁতে রাখা বাঁশের খুঁটির ছায়া পানিতে বাঁকা দেখায় কেন
আপনারা হয়তো গুগলে খোঁজাখুঁজি করছেন পানিতে পুঁতে রাখা বাঁশের খুঁটির ছায়া পানিতে বাঁকা দেখায় কেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। যার কারণে আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পানিতে পুঁতে রাখা বাঁশের খুঁটির ছায়া পানিতে বাঁকা দেখায় কেন।
আশা করি আপনাদের অনেক উপকার হবে আমাদের দেওয়া তথ্যটি থেকে। তো দেরি করে আসুন জেনে নিই পানিতে পুঁতে রাখা বাঁশের খুঁটির ছায়া পানিতে বাঁকা দেখায় কেন।
পানিতে পুঁতে রাখা বাঁশের খুঁটির ছায়া পানিতে বাঁকা দেখায় কেন
এটাকে বলা হয় আলোর প্রতিসরণ।
আলো যখন কোন হাল্কা মাধ্যম থেকে ঘন মাধমে যায় তখন তা প্রতিসরিত হয়। তেমনি ঘন থেকে হাল্কা মাধ্যমে গেলেও প্রতিসরিত হয়।
তাই যখন আলো সেই খুটিতে পরে আপনার চোখে এসে পরে তখন সেটা প্রতিসরিত হয়ে যায় আর বাকা দেখায়।