জুম্মার নামাজ কয় রাকাত | জুমার নামাজের নিয়ম নিয়ত দোয়া ফযিলত | জুম্মার নামাজ বাসায় কিভাবে পড়তে হয় | jummar namajer niyom niyot

জুম্মার নামাজ, জুম্মার নামাজের দোয়া, জুম্মার নামাজের ফজিলত, জুম্মার নামাজ কয় রাকাত, জুম্মার নামাজ কয় রাকাত ও কি কি, জুম্মার নামাজের নিয়ত, জুম্মার নামাজ বাসায় পড়ার নিয়ম, জুম্মার নামাজ কি বাসায় পড়া যায়, জুমার নামাজের নিয়ম, jummar namajer niyot niyom
জুম্মার নামাজ কয় রাকাত,জুমার নামাজের নিয়ম নিয়ত দোয়া ফযিলত,জুম্মার নামাজ বাসায় কিভাবে পড়তে হয়, jummar namajer niyom niyot জুম্মার দিন এ অনেক গুরুত্বপূর্ণ দিন জুম্মার দিন তাই বিশেষ করে ইবাদত করতে হবে এবং ক্ষমাপ্রার্থনা করতে হবে আল্লাহ তায়ালার নিকট এই বিষয় গুলো জানার জন্য আপনারা যারা অনলাইনে খুজাখুজি করতেছেন তাদের সবাইকে সালাম এবং পবিত্র রমজানের শুভেচ্ছা্ আমাদের govt Education Blog আশার জন্য। আশা করি সবাই ভালো আছেন।আমাদের এই পোষ্ট পড়লে আপনি জানতে পারবেন জুম্মার নামাজ কয় রাকাত,জুমার নামাজের নিয়ম নিয়ত দোয়া ফযিলত,জুম্মার নামাজ বাসায় কিভাবে পড়তে হয়, jummar namajer niyom niyot  সঠিক সময় ও সঠিক তথ্য নিচে বিস্তারিত দেওয়া হল ঃ

জুম্মার নামাজ এর সময় 

জুম্মার নামাজ এর সময়  জুমার দিন যোহরের নামাযের পরিবর্তে দুই রাকাআত জুমআর নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইহার ওয়াক্ত যোহরের ওয়াক্তের সময়।জুম্মার দিন দুপুরে গোসল করিয়া পরিষ্কার পোষাক পরিধান করিয়া আযানের সাথে সাথে মসজিদে উপস্থিত হইয়া জুম্মার নামাজ আদায় করতে হয়।

জুম্মার নামাজ এর কত রাকাত

জুম্মার নামাজ এর কত রাকাত চার রাকাত কাবলাল জুমআ,তারপর দুই খুতবা পাঠের পর দুই রাকাত ফরজ নামাজ তারপর চার রাকাত বা’দাল জুমআ আদায় করতে হয়। জুম্মার দিন সময় থাকলে তাহিয়্যাতুল অজু, দুখলুল মসজিদ, সুন্নতুল ওয়াক্ত ও নফল নামাজ আদায় করা উত্তম। কিন্তু ঐ নামাজ গুলো জুমাআর নামাজের সাথে সম্পৃক্ত নয়।

জুম্মার নামাজ এর নিয়ত সুন্নত

জুম্মার নামাজ এর নিয়ত সুন্নত উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবায়া রাকাআতি ছালাতিল ক্বাবলাল জুমুআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা,মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতি শারীফাতি আল্লাহু আকবর।

বাংলায় নিয়াত  আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্বেবলামুখী হইয়া চার রাকআত ক্বাবলাল জুমআ সুন্নাত নামাজ আদায় করিতেছি,আল্লাহু আকবর।

জুম্মার নামাজ এর নিয়ত ফরজ

জুম্মার নামাজ এর নিয়ত ফরজ নাওয়াইতু আন উসাক্বিতা আ’ন যিম্মাতি ফারদুজ্জুহরী বিআদায়ি রাকআতাই ছালাতিল জুমুআতি ফারদুল্লাহি তাআলা ইক্বতাদাইতু বিহাযাল ইমামি মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ্‌ শারিফাতি আল্লাহু আকবর।

বাংলায় নিয়াত আমি আল্লাহ্‌র জন্য ক্বেবলা মুখী হইয়া আমার উপর যোহরের ফরজ নামাজ উত্তীর্ন করিতে জুমআর দুই রাকআত ফরজ নামাজ এই ইমামের পিছনে পড়িতে নিয়ত করিলাম,আল্লাহু আকবর।

জুম্মার নামাজ যাদের উপর ফরজ

জুম্মার নামাজ যাদের উপর ফরজ
 ১.স্ত্রীলোক, 
 ২.রুগ্ন,
 ৩.পাগল-মাতাল, 
 ৪.ক্রীতদাস, 
 ৫.মুছাফির
 ৬. মাজুর।
 ৭.নাবালেগ বালক, 
 তবে তারাও জুমা’র নামায পড়লে দুরুস্ত হবে। 
 না-বালেগের উপর নামায ফরজ হয়না, তবুও সে জুমা’র নামায পড়লে ছওয়াবের অধিকারী হবে।
 মুছাফিরী অবস্থায় জুমা’র নামায ফরজ নয়, তবুও যে ব্যক্তি জুমা’র নামায পড়বে, সে জুমা’র ছওয়াব লাভ করবে এবং তার পূনরায় জোহর পড়তে হবে না

 জুমার নামাজের গুরুত্ব

 জুমার নামাজের গুরুত্ব শুক্রবারের দিন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজকে ফরজ করা হয়েছে। জুমার দুই রাকাত ফরজ নামাজ ও ইমামের খুতবাকে জোহরের চার রাকাত ফরজ নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে। সপ্তাহের এদিনে জুমার খতিব উম্মতের যাবতীয় প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে নির্দেশনা ও সমাধানমূলক উপদেশ দেবেন তাঁর খুতবায়।

 জুমার দিনের ফজিলত

 জুমার দিনের ফজিলত সাপ্তাহিক ঈদ হিসেবে জুমার দিনের ফজিলত অনেক বেশি। হজরত আবু হুরায়রা (রা.) একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (সা.) বলেছেন : জুমার দিনে ফেরেশতাগণ বিশেষ রেজিস্টার নিয়ে মসজিদের প্রতিটি দরজায় দাঁড়িয়ে যান। তাঁরা মসজিদে আগমনকারী মুসল্লিদের নাম পর্যায়ক্রমে লিপিবদ্ধ করতে থাকেন। অতঃপর যখন ইমাম সাহেব এসে যান, তখন তারা রেজিস্টার বন্ধ করে খুতবা শুনতে থাকেন |

tgas: জুম্মার নামাজ, জুম্মার নামাজের দোয়া, জুম্মার নামাজের ফজিলত, জুম্মার নামাজ কয় রাকাত, জুম্মার নামাজ কয় রাকাত ও কি কি, জুম্মার নামাজের নিয়ত, জুম্মার নামাজ বাসায় পড়ার নিয়ম, জুম্মার নামাজ কি বাসায় পড়া যায়, জুমার নামাজের নিয়ম, jummar namajer niyot niyom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *